SAJEK VALLY EID SPECIAL TOUR


সাজেক ভ্যালি – মেঘে ঢাকা পাহাড়ি স্বপ্নপুরি ভ্রমণ
সাজেক ভ্যালি (রুইলুই পাড়া – কংলাক পাড়া – কংলাক পাহাড়)
খাগড়াছড়ি (রিছাং ঝর্ণা – আলুটিলা গুহা – ঝুলন্ত ব্রিজ)

ভ্রমন কালঃ ৮-১০ জুলাই ২০১৬

আসছে ঈদের ছুটিতে ঘুরে আসুন – পাহাড়ি উপত্যকা, নদী, মেঘ আর সবুজের সাম্রাজ্যে অরণ্যভূমি খাগড়াছড়ি থেকে ভ্রমণসঙ্গীর সাথে।
প্রকৃতির অপার সৌন্দর্যের আঁধার আমাদের মাতৃভূমি রূপসী বাংলা। রূপের অপার সৌন্দর্যের সাঁজে সেজে আছে বাংলা মা। আমরা সৌন্দর্যের খোঁজে ছুটে বেড়াই বিশ্বের বিভিন্ন দেশে। কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমাদের দেশের সৌন্দর্য তাদের চেয়েকোন অংশে কম নয়। আমরা বিভিন্ন দেশের গ্রিন ভ্যালী দেখতে যাই কিন্তু ঢাকা থেকে মাত্র ৭/৮ ঘণ্টা গাড়ি পথে পার্বত্য অঞ্চলের রাঙামাটি জেলার সাজেক ভ্যালীটা আমরা কজনই বা দেখেছি। হাতে দুই দিন সময় নিয়ে বেড়িয়ে পড়ুন এ সৌন্দর্য অবলোকন করার জন্য, যা আপনার সুন্দর একটি স্মৃতি হয়ে কল্পনায় গেঁথে থাকবে।
সাজেক রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। সাজেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। যার আয়তন ৭০২ বর্গমাইল। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা , দক্ষিণে রাঙামাটির লংগদু , পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ির দীঘিনালা থেকে। রাঙামাটি থেকে নৌপথে কাপ্তাই হয়ে এসে অনেক পথ হেঁটে সাজেক আসা যায়। খাগড়াছড়ি জেলা সদর থেকে এর দূরত্ব ৭০ কিলোমিটার। আর দীঘিনালা থেকে ৪৯ কিলোমিটার। বাঘাইহাট থেকে ৩৪ কিলোমিটার। খাগড়াছড়ি থেকে দীঘিনালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক যেতে হয়। পরে পরবে ১০ নং বাঘাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প। যেখান থেকে আপনাকে সাজেক যাবার মূল অনুমতি নিতে হবে। তারপর কাসালং ব্রিজ, ২টি নদী মিলে কাসালং নদী হয়েছে। পরে টাইগার টিলা আর্মি পোস্ট ও মাসালং বাজার। বাজার পার হলে পরবে সাজেকের প্রথম গ্রাম রুইলুই পাড়া যার উচ্চতা ১৮০০ ফুট। এর প্রবীণ জনগোষ্ঠী লুসাই। এছাড়া পাংকুয়া ও ত্রিপুরারাও বাস করে। ১৮৮৫ সালে এই পাড়া প্রতিষ্ঠিত হয়। এর হেড ম্যান লাল থাংগা লুসাই। রুইলুই পাড়া থেকে অল্প সময়ে পৌঁছে যাবেন সাজেক। সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ বিজিবি ক্যাম্প। এখানে হেলিপ্যাড আছে
সাজেকের শেষ গ্রাম কংলক পাড়া। এটিও লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত পাড়া। এর হেড ম্যান চৌমিংথাই লুসাই। কংলক পাড়া থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায়। যেখান থেকে কর্ণফুলী নদী উৎপন্ন হয়েছে। সাজেক বিজিবি ক্যাম্প এর পর আর কোন ক্যাম্প না থাকায় নিরাপত্তা জনিত কারণে কংলক পাড়ায় মাঝে মাঝে যাওয়ার অনুমতি দেয় না। ফেরার সময় হাজাছড়া ঝর্ণা, দীঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দীঘিনালা বনবিহার দেখে আসতে পারেন।

** বিস্তারিত ভ্রমণ পরিকল্পনাঃ

যাত্রাশুরু (৮ জুলাই, ২০১৬)
– ঢাকা থেকে রাতের বাসে খাগড়াছড়ির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে ।

১ম দিন (৯ জুলাই, ২০১৬)
– ৯ জুলাই শনিবার সকালে খাগড়াছড়ি পৌছে পূর্বনির্ধারিত হোটেলে গ্রুপ ভিত্তিক রুমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবো। সাজেকে পৌছে আলো রিসোর্টে চেক ইন করে দুপুরের খাবার খেয়ে বেড়িয়ে পরবো সাজেক ভ্যালি ঘুরে দেখতে।
– সুর্যাস্তের পর রিসোর্টে ফিরে ফ্রেশ হয়ে জম্পেশ আড্ডা, গান ও ফানুশ উৎসবে (পরিবেশ অনুকুলে থাকলে) মেতে উঠব ভ্রমণসঙ্গী টিম এর সাথে।
– অতঃপর রাতের খাবার খেয়ে সাজেকে আলো রিসোর্টে রাত্রিযাপন।

২য় দিন (১০ জুলাই, ২০১৬)
– ১০ জুলাই রবিবার ভোঁরে একসাথে দেখব পাহাড়ে সূর্যোদয় এবং ঘুরে বেড়াব মেঘের সম্রাজ্যে সকালের স্নিগ্ধতায়।
– সকালের নাস্তা খেয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবো। দুপুরে খাবো খাগড়াছড়ির জনপ্রিয় সিস্টেম রেস্টুরেন্টে। তারপর ঘুরে আসবো রিছাং ঝর্ণা – আলুটিলা গুহা – ঝুলন্ত ব্রিজ সহ খাগড়াছড়ির আশেপাশে আরো কিছু স্পটে।
– ঘুরাঘুরি শেষে পুনরায় নির্ধারিত হোটেলে গ্রুপ ভিত্তিক রুমে কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়ে রাতের খাবার খেয়ে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।

** প্যাকেজ মূল্য :
– ৬,০০০/- জনপ্রতি (ইকোনমি প্যাকেজ)
– ৬,৫০০/- জনপ্রতি (ডিলাক্স প্যাকেজ)
– ৭,০০০/- জনপ্রতি (এক্সিকিউটিভ কাপল প্যাকেজ)
– ৭,৫০০/- জনপ্রতি (প্রিমিয়াম কাপল প্যাকেজ)

** প্যাকেজসমুহের বিস্তারিত সুবিধাবলিঃ প্যাকেজের সাথে ভ্রমনকালিন সকল (৬ বেলা) খাবার ও ঘুরাঘুরির সকল খরচ অন্তরভুক্ত আছে।

প্যাকেজ A (ইকোনমি প্যাকেজ): ৬,০০০/- জনপ্রতি
– Dhaka-Khagrachari-Dhaka A/C Bus Transport
– Khagrachari-Sajek-Khagrachari Local Zeep (চান্দের গাড়ি) Transport
– Shared accommodation at Alo Resort (4 Share basis)

প্যাকেজ B (ডিলাক্স প্যাকেজ): ৬,৫০০/- জনপ্রতি
– Dhaka-Khagrachari-Dhaka A/C Bus Transport
– Khagrachari-Sajek-Khagrachari Local Zeep (চান্দের গাড়ি) Transport
– Shared accommodation at Alo Resort with attached Bath Facility

প্যাকেজ C (এক্সিকিউটিভ কাপল প্যাকেজ): ৭,০০০/- জনপ্রতি
– Dhaka-Khagrachari-Dhaka A/C Bus Transport
– Khagrachari-Sajek-Khagrachari A/C Hi-ace Microbus Transport
– Couple room accommodation at Alo Resort with non-attached Bath Facility
প্যাকেজ D (প্রিমিয়াম কাপল প্যাকেজ): ৭,৫০০/- জনপ্রতি
– Dhaka-Khagrachari-Dhaka A/C Bus Transport
– Khagrachari-Sajek-Khagrachari A/C Hi-ace Microbus Transport
– Couple room accommodation at Alo Resort with attached Toilet Facility

** বুকিং এর শেষ সময়: ৩০ জুন, ২০১৬
** বুকিং মানিঃ ৩০০০ টাকা জনপ্রতি।

 

বুকিং হটলাইনঃ +8801816573614, +8801717090285
Office Adress & Time: 196, Green Road, Level- 03(2nd Floor), Kalabagan, Dhaka.(10AM-7PM)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *